কৃষিবিদদের অধিকার রক্ষায় ও বৈষম্য নিরসনে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে ছয় দফা দাবি নিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
Advertisement
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন। তবে ওই অবরোধের ফলে কোনো ট্রেন বাকৃবিতে আটকা পড়েনি। ওই কর্মসূচিতে বাকৃবির কৃষি অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে দুপুর ১২টা ১০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো:
১. ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
Advertisement
২. ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম ও অন্যান্য গ্রেডে নিয়মিত Re visit ও পদবৃদ্ধি করতে হবে।
৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এক্ষেত্রে ১০ম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান / প্রচলিত কাঠামো রাখতে হবে।
৪. কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না।
৫. কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
Advertisement
৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠানের (ডিএই) অধীনেই রাখতে হবে।
আসিফ ইকবাল/এফএ/এমএস