আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে, কোরবানির ঈদে নির্ধারিত ছুটি কাটানোর আগে আগামী ১৭ ও ২৪ মে শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে।
Advertisement
মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টাপোস্টে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে, আগামী ১৭ ও ২৪ মে শনিবার যথারীতি অফিস খোলা থাকবে।
Advertisement
গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদে টানা পাঁচদিন ছুটি আগেই ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়।
ঈদুল ফিতরের ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। মাঝে ২৭ মার্চ একদিন খোলা ছিল অফিস।
এমইউ/এমএএইচ/এমএস
Advertisement