দেশজুড়ে

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ২০

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ২০

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী (৪০) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।

Advertisement

সোমাবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার জামতলি বাজারের অদূরে পাট গবেষণা কেন্দ্রের সামনে দিনাজপুর-দশমাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১১ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দিনজন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ছিলেন।

জামতলি এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী রুমেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার সময় জামতলি বাজারের অদূরে পাট গবেষণা কেন্দ্রের সামনে ক্রস করার সময় বাস ও ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। এসময় দিনাজপুরগামী নুরানী পরিবহন নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রায় ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক মহিলাকে মৃত ঘোষণা করেন। তিনি বাসের যাত্রী ছিলেন। আহত ১১ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাৃ (ওসি) মতিউর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এমদাদুল হক মিলন/এমএন/জেআইএম

Advertisement