জাতীয়

বিমানবন্দর সড়কে ধীরগতি

বিমানবন্দর সড়কে ধীরগতি

লন্ডনে দীর্ঘ দিনের চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সকাল ১০টায় পৌঁছাবেন তিনি। এরইমধ্যে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। ফলে এই সড়কে ধীরে চলছে যানবাহন।

Advertisement

এদিন সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সড়কপথের ভোগান্তি এড়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেনযোগে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। এতে সড়কে থেমে থেকে চলছে গাড়ি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কের যানবাহনের ধীরগতি দেখা গেছে। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। তবে কর্মীদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকায় যানজট নিরসনে সেনা ও পুলিশ বাহিনীকে বেশ বেগ পোহাতে হচ্ছে।

সকাল থেকে সড়কের মূল স্থান থেকে নেতাকর্মীদের আইল্যান্ডসহ পাশ্ববর্তী ফাঁকা জায়গায় সরিয়ে দিতে দেখা যায়। তবে এক পাশ সরিয়ে দিলেও অপর পাশে আবারও মূল সড়কে ভিড় করছেন বিএনপি কর্মীরা। যদিও দলীয়ভাবেও মূল সড়ক ছেড়ে আইল্যান্ড ও পাশের খালি জায়গাতে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে বিএনপি। জনগণের ভোগান্তি, বিদেশগামীদের নিরাপদ সফর ও এসএসসি পরীক্ষার্থদের ভোগান্তি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয় দলের পক্ষ থেকে।

Advertisement

সকাল ৯টা থেকে দেখা যায় বিমানবন্দর থেকে উত্তরাগামী সড়কে উভয় দিকে কিছুটা যানজট রয়েছে। গাড়ি চলছে ধীরগতিতে। কাউলা থেকে বিমানবন্দর পর্যন্ত গাড়ি একটানা চলে এলেও বিমানবন্দরের ঠিক সামনের সড়কে জনসমাগম থাকায় বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। আর বিমানবন্দর থেকে খিলক্ষেত সড়কের প্রতিটি রাস্তায় যানজট রয়েছে। গাড়ি চলছে থেকে থেমে। তবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় দীর্ঘ যানজট থেকে মুক্তি মিলছে।

ইএআর/এসএনআর/জেআইএম