ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
Advertisement
সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।
আরও পড়ুন
কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহারআদেশে বলা হয়, সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমানকে ডিবিতে বদলি করা হয়।
Advertisement
এর আগে, সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে কোটি টাকা চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামানকে প্রত্যাহার করা হয়।
টিটি/এমকেআর/এমএস