শিক্ষা

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

Advertisement

সূচি অনুযায়ী— আগামী ২০ মে মৌখিক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ২৪ জুন। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (৫ মে) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সময়সূচি ও যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

এতে বলা হয়, ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের পদগুলোর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

৪৪তম বিসিএসের ২৩২ জনের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রকাশিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি দেখতে এখানে ক্লিক করুন।

Advertisement

এএএইচ/এমএএইচ/এমএস