শিক্ষা

ঢাকাজুড়ে যানজটের শঙ্কা, এসএসসি পরীক্ষার্থীদের করণীয় কী?

ঢাকাজুড়ে যানজটের শঙ্কা, এসএসসি পরীক্ষার্থীদের করণীয় কী?

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে রাজধানীজুড়ে আগামীকাল মঙ্গলবার তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। নগরবাসীকে এদিন কিছু রাস্তা এড়িয়ে চলতেও নির্দেশনা দিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে সকালে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

Advertisement

তবে বিষয়টি নিয়ে ঢাকা বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। বোর্ডের কর্তারা ডিএমপির ট্র্যাফিক বিভাগের ওপর ভরসা করে আছেন। আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডিএমপির ট্র্যাফিক বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে রেখে বাসা থেকে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কখন, কোন বিষয় ও কত কেন্দ্রে পরীক্ষা

শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী—মঙ্গলবার, ৬ মে এসএসসির দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি। দাখিলের রয়েছে তিন বিষয়ের পরীক্ষা। সেগুলো হলো—রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) ও তাজভিদ (হিফজুল কুরআন)।

এসএসসি ও দাখিলের পরীক্ষাগুলো সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া একই সময়ে কারিগরিরও বিভিন্ন ডিসিপ্লিনের অন্তত ১৪টি পরীক্ষা এদিন অনুষ্ঠিত হবে।

Advertisement

আরও পড়ুন

খালেদার পথ চেয়ে ‘ফিরোজা’, অপেক্ষা ফুরোচ্ছে নেতাকর্মীদের খালেদার ফেরা নিয়ে যানজট এড়াতে ডিএমপির ১০ নির্দেশনা

ঢাকা, মাদরাসা ও কারিগরি—এ তিন বোর্ডের তথ্যমতে, ঢাকা মহানগরের মধ্যে প্রায় ৩০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে বেশি পুরান ঢাকা, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা এলাকায়। তাছাড়া খিলগাঁও, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, খিলক্ষেত, ধানমন্ডি এলাকায়ও অনেক পরীক্ষা কেন্দ্র রয়েছে।

পরীক্ষার্থী-অভিভাবকরা দুশ্চিন্তায়

বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রাজধানীতে সমাগম করবেন। দলীয়ভাবেও এ ঘোষণা রয়েছে। এমনকি বিএনপির কোন পর্যায়ের নেতারা কোন পয়েন্টে অবস্থান নেবেন এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কারা কোথায় থাকবেন, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ভোর থেকে ঢাকার রাস্তায় যানজট প্রকট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে ব্যাপক দুঃশ্চিন্তায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকরা।

উত্তরার হাউজ ব্লিন্ডিং এলাকার বাসিন্দা সাইদুর রহমান। তার মেয়ের পরীক্ষা কেন্দ্র পড়েছে মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়ে। দূরের রাস্তা হওয়ায় তিনি ভোর ৬টা থেকে সাড়ে ৬টার দিকে প্রতিটি পরীক্ষার দিনে বেরিয়ে পড়েন। তারপরও পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়।

Advertisement

সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘বাসাটা এমন জায়গায় যে মেট্রোতেও যাওয়া কঠিন। রাস্তা দিয়ে যেতে হবে। অন্যদিন সাড়ে ৬টায় বেরিয়ে সাড়ে ৮টা থেকে ৯টায় পৌঁছে যাই। আগামীকাল তো ভোর থেকেই মিছিল-মিটিং শুরু হয়ে যাবে। কোন পথ দিয়ে কীভাবে যাবো, তা নিয়ে টেনশনে আছি।’

এদিকে, ঝামেলা এড়াতে কেউ কেউ অবশ্য আজই সন্তানকে পরীক্ষাকেন্দ্রের আশপাশের পরিচিতজনদের বাসায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তেমনি একজন পুরান ঢাকার তোহুরা বেগম। তার মেয়ের পরীক্ষার কেন্দ্র পড়েছে তেজগাঁও এলাকার একটি স্কুলে।

তোহুরা বেগম জাগো নিউজকে বলেন, ‘অনেক ঝামেলা হবে শুনলাম। জ্যাম থাকবে, রাস্তা দিয়ে যাওয়া যাবে না। সেজন্য প্ল্যান করে আমার এক কলিগের বাসায় আজই সন্ধ্যায় মেয়েকে পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে পরীক্ষাকেন্দ্রে পায়ে হেঁটে ৪-৫ মিনিটের পথ।’

ঢাকা বোর্ডের নির্দেশনা নেই, ভরসা ট্রাফিক পুলিশে!

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে রাজধানীজুড়ে তীব্র যানজটের শঙ্কা থাকলেও পরীক্ষার্থীদের জন্য কোনো নির্দেশনা দেয়নি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ডিএমপির ট্র্যাফিক বিভাগের ওপর ভরসা তাদের। তারাই পরীক্ষার্থীদের জানিয়ে দেবে বলেও দাবি করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

আরও পড়ুন

নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ ফখরুলের

তিনি জাগো নিউজকে বলেন, ‘পরীক্ষার সময়ে রাস্তার ব্যবস্থাপনা বা যানজট পরিস্থিতি জানানো এবং শিক্ষার্থীদের নির্দেশনার কাজটা ডিএমপির ট্র্যাফিক বিভাগ করে থাকে। এজন্য আমরা কোনো নির্দেশনা দেইনি। এবার পরীক্ষার প্রথম দিনে একটু যানজটের সমস্যা হয়েছিল। তাছাড়া আর কোনো ঝামেলা হয়নি। বাকি দিনগুলোতে সকালে ঢাকার রাস্তায় ক্লিয়ার ছিল। এটা ট্র্যাফিক বিভাগের উদ্যোগের কারণে সম্ভব হয়েছে।’

‘আশা করি, আগামীকালের বিষয়টিও তারা অবগত এবং নির্দেশনা দেবেন। সেটা মানলে শিক্ষার্থীদের জন্য সহজ ও সাবলীল হবে’ বলে মনে করেন ঢাকা বোর্ড চেয়ারম্যান।

এদিকে, ডিএমপির ট্র্যাফিক বিভাগ বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে সার্বিক পরিস্থিতিতে ১০টি নির্দেশনা দিয়েছেন। সেখানে ৬ নম্বর নির্দেশনায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব সংক্ষেপে বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

বিএনপির দলীয় তথ্যমতে, বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন মঙ্গলবার (৬ মে)। এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন গুলশানের নিজ বাসভবন ফিরোজায়। বিমানবন্দর থেকে গুলশানে ফিরোজা পর্যন্ত পুরো রাস্তাজুড়ে অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা।

এএএইচ/এমকেআর/এমএস