লন্ডনে চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন গুলশানের নিজ বাসভবন ফিরোজায়।
Advertisement
এদিন আবার এসএসসি পরীক্ষা রয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীর দেশে ফেরার খবরে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
স্বভাবতই দলের চেয়ারপারসনের আগমনে নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করবেন। এতে সড়কে যানজট বেড়ে যাবে। ফলে ভোগান্তিতে পড়তে হবে এসএসসি পরীক্ষার্থীদের।
আরও পড়ুনখালেদা জিয়া দেশে ফিরছেন ৬ মে, পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তাডিএমপির ১০ নির্দেশনা, যানজট এড়াতে এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি-বাইকএসব বিবেচনায় নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
সোমবার (৫ মে) এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে ফখরুল লিখেছেন, ‘কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
বিএ/জেআইএম
Advertisement