জাতীয়

জরুরি মেডিকেল-অ্যাম্বুলেন্স সার্ভিসের অপ্রতুলতা নিয়ে লিখুন

জরুরি মেডিকেল-অ্যাম্বুলেন্স সার্ভিসের অপ্রতুলতা নিয়ে লিখুন

সরকারি-বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল ও ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস- এ দুটি সেবার অপ্রতুলতার বিষয়টি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য সংস্কারবিষয়ক কমিশনের সদস্য ড. আজহারুল ইসলাম খান।

Advertisement

সোমবার (৫ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ অনুরোধ জানান তিনি।

আজহারুল ইসলাম খান বলেন, জটিল ও মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার (প্রয়োজনীয় অবকাঠামো, অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল) সে ধরনের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের সুব্যবস্থা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের অধিকাংশতেই নেই। বছরের পর বছর ধরে একই অবস্থা চলে আসছে। স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালগুলোতে জরুরি সেবা নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুনস্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

Advertisement

তিনি বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ করে সরকারি হাসপাতালে জরুরি রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সের অপ্রতুলতার কারণে মুমূর্ষু রোগীদের পরিবহন বাধাগ্রস্ত হয়।

সরকারি হাসপাতালে দেখা যায়, অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নেই, খাতা কলমে ড্রাইভার আছে উপস্থিত নেই, ড্রাইভার যখন আসবে উপস্থিত আছে তখন নির্ধারিত কর্মঘণ্টা শেষ, ওভারটাইম না দিলে ড্রাইভার যাবে না। তখন মানুষকে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়।

এঅবস্থা থেকে উত্তরণে ন্যাশনাল অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের মাধ্যমে মুমূর্ষু রোগীদের পরিবহন নিশ্চিত করার এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।

এমইউ/এমএএইচ/জেআইএম

Advertisement