মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধকারী ও পুলিশের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনায় নগরীর ষোলশহরে দুই ঘণ্টা আটকা পড়ে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস।
Advertisement
সোমবার (৫ মে) দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত ট্রেনটি আটকে থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে সারাদেশে অবরোধের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জমা’আত নামে সুন্নি আকিদাভিত্তিক একটি সংগঠন। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম নগরীর মুরাদপুর, অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিংসহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এতে মূল সড়কে যানজট তৈরি হয়।
বেলা ১১টার দিকের পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালেও অবরোধকারীরা অনড় থাকেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে।
Advertisement
আরও পড়ুন
সকালে বলাৎকারের অভিযোগে ইমামকে গণপিটুনি, রাতে কারাগারে মৃত্যু মাওলানা রইসের মৃত্যুর বিচার দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপএরপর পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর সোয়া ১২টার দিকে ষোলশহর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, অবরোধের কারণে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যটন এক্সপ্রেস আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা আটকা থাকার পর দুপুর ২টা ১৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।
এমডিআইএইচ/ইএ/এমএস
Advertisement