জাতীয়

হারানো ২১ মোবাইল ফোন উদ্ধার করে দিলো পুলিশ

হারানো ২১ মোবাইল ফোন উদ্ধার করে দিলো পুলিশ

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২১ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে গেন্ডারিয়া থানা পুলিশ।

Advertisement

সোমবার (৫ মে) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এপ্রিল মাসে ২১ মোবাইল ফোন উদ্ধার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে গেন্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুন্সী আবু জাফর সক্রিয় ভূমিকা পালন করেন।

ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুম সরদার ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহেদ খানের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

এরআগেও বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেও জানিয়েছে ডিসি তালেবুর রহমান।

টিটি/এমএএইচ/জেআইএম