ফেনী সরকারি কলেজ গেটে ভাসমান অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হয়েছে।
Advertisement
রোববার (৪ মে) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ সিদ্ধান্ত নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ এপ্রিল ফেনীর সময়’র চিফ রিপোর্টার আরিফ আজমের সঙ্গে অসৌজন্য আচরণ করার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হলো।
জানা যায়, স্থানীয় ফেনীর সময় পত্রিকায় ‘ফেনী কলেজ গেটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুব্ধ হয়ে সাংবাদিক আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেন। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
Advertisement
এছাড়া জিল্লুর বিরুদ্ধে শহরের এক ক্লিনিক মালিকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপর এক যুবক থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠে। তার হুমকির মুখে কলেজের এক কর্মচারী প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানা গেছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/এএসএম