আন্তর্জাতিক

পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ তলানিতে নামালো ভারত

পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ তলানিতে নামালো ভারত

ভারত জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত বাগলীহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। দেশটি জম্মুর কিশানগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। রোববার (৪ মে) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

Advertisement

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পানি ছাড়ার সময় নির্ধারণে এই দুই জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা ভারতের হাতে রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন>>

ভারতের সেনা-বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার ২ পুরোনো বন্দিদের ব্যবহার করে ভুয়া ‘এনকাউন্টার’ সাজানোর ছক কষছে ভারত: জিও নিউজ ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে?

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত।

Advertisement

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি ব্যবহার বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের একটি আন্তর্জাতিক বন্দোবস্ত।

বাগলীহার বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে মতপার্থক্য রয়েছে, এমনকি পাকিস্তান অতীতে বিষয়টি নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতাও চেয়েছিল। অন্যদিকে কাশ্মীরের কিশানগঙ্গা বাঁধটি নিয়েও কূটনৈতিক ও আইনি বিতর্ক হয়েছে, বিশেষ করে এটি নীলম নদীর ওপর কী প্রভাব ফেলছে তা নিয়ে।

কেএএ/

Advertisement