বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
হুথি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েল, বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতিইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে বিমানবন্দরের একটি গাড়ি ও সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার জেরে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
হুথির ক্ষেপণাস্ত্র হামলা/ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িকহুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানার পর ফ্লাইট বাতিলের ঘোষণা দিচ্ছে একের পর এক বিদেশি এয়ারলাইনস। এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে।
নিজেদের সব বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করলো পাকিস্তানকাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ মে) নিজেদের সব বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
Advertisement
পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। এদিকে, এই ঘটনার পর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) উভয় দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এটিকে সাম্প্রতিক সময়ে দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।
ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানেররাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি হুঁশিয়ারি দিয়ে বলছেন, যদি ভারত পাকিস্তানে হামলা চালায় অথবা সিন্ধু নদের পানির সরবরাহে বাধা দেয়, তবে ইসলামাবাদ তার সামরিক শক্তির পুরোটা ব্যবহার করবে। এমনকি, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বেছে নেবে।
ভারতের সেনা-বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার ২ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সেনা ও বিমানবাহিনীর গোপন তথ্য ও ছবি পাকিস্তানের কাছে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। রোববার (৪ মে) পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা/ ‘ভারতের সঙ্গে বড় যুদ্ধের শঙ্কা নেই, তবে প্রস্তুত থাকতে হবে’পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুঈদ ইউসুফ বলেছেন, ভারতের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা নেই, তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
Advertisement
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ডপ্রায় ১৫ ঘণ্টাব্যাপী এক দীর্ঘ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। তার কার্যালয় রোববার (৪ মে) জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর এই সংবাদ সম্মেলনটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগের রেকর্ড ভেঙে দিয়েছে।
আইএস দমনে তালেবানকে সহযোগিতার ঘোষণা রাশিয়ারআফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে তালেবান সরকারকে সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া। আফগানিস্তানে মস্কোর বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ এ ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২ মে) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
সিঙ্গাপুরে টানা ১৪ বারের মতো জয় পেলো পিপলস অ্যাকশন পার্টিসিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪তম বারের মতো জয় পেয়েছে দেশটির শাসক দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মাধ্যমে টানা ৬০ বছরের শাসন আরও দীর্ঘায়িত করল দলটি, যা ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার আগ থেকেই ক্ষমতায় রয়েছে।
কলকাতায় সব ‘রুফটপ রেস্তোরাঁ’ বন্ধের নির্দেশকলকাতায় সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন শহরটির মেয়র ও রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা করপোরেশনের এক অনুষ্ঠানের পর এ কথা জানান তিনি।
কেএএ/এমএস