আন্তর্জাতিক

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেফতার ৭

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেফতার ৭

পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতরা সবাই বাংলাদেশের নাগরিক।

Advertisement

তারা কীভাবে ভারতে প্রবেশ করলেন এবং তাদের ভারতে প্রবেশ করতে কে বা কারা সাহায্য করেছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, গত শনিবার (৩ মে) বিকেলে সাতজন অজ্ঞাত পরিচয় নারী ও পুরুষকে হাঁসখালি এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে তারা হাঁসখালি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে আসে।

আরও পড়ুন>>

Advertisement

কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪ কাশ্মীরে হামলায় পশ্চিমবঙ্গের তিনজনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর শোক সীমান্তে কড়াকড়ি/ বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় ভারতীয়রা

পুলিশের দাবি, গ্রেফতার শেখ আখতার, হিরা বেগম, ইসমাইল শেখ বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। সাহেব আলী মণ্ডল ও সীমা বেগমের বাড়ি যশোরে, আর অমিয়া খাতুন এবং মনিরুল সিদ্দিকী শেখ যথাক্রমে কক্সবাজার ও কুষ্টিয়ার বাসিন্দা।

জেরায় তারা জানিয়েছেন, দালালের মাধ্যমে তিন বছর আগে ভারতে আসেন। তাদের কাছে বৈধ কোনো নথিপত্র ছিল না।

অভিযুক্তরা ভুয়া নথি তৈরি করে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিভিন্ন জায়গায় থাকছিলেন। শনিবার দালাল মারফত বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে হাঁসখালি এলাকায় একসঙ্গে জড়ো হয়েছিলেন। এরপর তাদের গ্রেফতার করা হয়।

শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে রানাঘাট আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ। এছাড়া তাদের ভারতে অনুপ্রবেশের যারা সাহায্য করেছিল, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

ডিডি/কেএএ/