ঠাকুরগাঁওয়ে একটি জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রোববার (৪ মে) বিকেল ৫টার দিকে সুপ্রিয় জুটমিলে এ ঘটনা ঘটে।
Advertisement
জুটমিলের শ্রমিকরা জানান, যেখানে আগুনের উৎপত্তি হয়েছে সে কক্ষটি জেনারেটর কক্ষ। সেখানে তেলের ড্রামসহ অনেক মেকানিক্যাল জিনিসপত্র রয়েছে। তার পাশেই পাট ও পাঠের তৈরি পণ্য রয়েছে। এখন পর্যন্ত আগুন জেনারেটর কক্ষে আছে।
এদিকে আগুনের কালো ধোয়ায় ছেয়ে গেছে আশপাশের এলাকা। ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত এসেছি। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাত কীভাবে এবং কেমন ক্ষতি হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি।
Advertisement
তানভীর হাসান তানু/জেডএইচ/জেআইএম