অন্য বছরের মতো এবারও কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
Advertisement
তিনি বলেন, কোরবানির পশু সরবরাহের (পরিবহন) জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন ২০১৯ মেনে চলতে হবে।
রোববার (৪ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল বা পরিবহন নিশ্চিতে পদক্ষেপের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
আরও পড়ুনএবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৯ টাকাফরিদা আখতার বলেন, স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশনের যৌথ সহযোগিতায় গবাদি পশুর হাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া যত্রতত্র স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
Advertisement
প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করতে প্রাণী কল্যাণ আইন প্রতিপালন করতে হবে বলেও জানান উপদেষ্টা।
আরএমএম/কেএসআর/জেআইএম