মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে, তা আজ রোববার (৪ মে ) জানা যাবে। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
Advertisement
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
গ্যাসের দাম দ্বিগুণ করলে বিনিয়োগ কমবে, চাপ বাড়বে আর্থিক খাতেএখন গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেইএতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৪টায় ঘোষণা করা হবে। এলপিজির পাশাপাশি এদিন ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।
Advertisement
এর আগে গত ৬ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করেছিল বিইআরসি। গত ৩ মার্চ ওই মাসটির জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৭৮ টাকা।
২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। বিভিন্ন দেশ থেকে এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ।
আরও পড়ুন
এপ্রিলে অপরিবর্তিত এলপিজির দামশিল্পখাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়াতে চায় সরকারএলপিজির এই দুই উপাদানের মূল্য প্রতি মাসে প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
Advertisement
এনএস/এমকেআর/জেআইএম