জাতীয়

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের পটিয়ায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস খাদে পড়ে গেছে। এসময় মোটরসাইকেল আরোহী ইয়াসিন কালু (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। এতে বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

Advertisement

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন কালু পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার শামসুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহনের বাসটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন কালু মারা যান। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তবে উল্টে না যাওয়ায় বাসযাত্রীরা অক্ষত রয়েছেন।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম