রাজনীতি

খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে যৌথসভায় বসছে বিএনপি

খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে যৌথসভায় বসছে বিএনপি

খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে যৌথসভায় বসছে বিএনপি। শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে মহাসচিবকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাব্য তারিখ ৫ মে। সে অনুযায়ী রাজনৈতিক এবং নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আজকের এই বৈঠক হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রস্তুতি শুধু দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ের জন্য নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় রক্ষা করাই এর অন্যতম উদ্দেশ্য।

Advertisement

কেএইচ/এমআইএইচএস/এএসএম