রাজনীতি

বৃষ্টিতে শেষ হলো হেফাজতে ইসলামের মহাসমাবেশ

বৃষ্টিতে শেষ হলো হেফাজতে ইসলামের মহাসমাবেশ

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ সমাবেশ চলে। সমাবেশে হেফাজতে ইসলামের লাখো নেতাকর্মী অংশ নেন।

Advertisement

তবে সমাবেশের শেষ পর্যায়ে ১টার দিকে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যানের আকাশ। মুহূর্তেই সমাবেশস্থলে নামে ঝুম বৃষ্টি। এ সময় অনেকেই বৃষ্টি থেকে বাঁচতে দিগ্বিদিক ছুটতে থাকেন। আবার অধিকাংশ মানুষ বৃষ্টি মাথায় বক্তাদের বক্তব্য শোনেন। পরে বেলা ১টা ২০ মিনিটের দিকে সমাবেশ শেষ হয়।

এর আগে মহাসমাবেশে বক্তারা নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের চার দফা দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

Advertisement

আসছে নির্বাচন, নতুন দল গঠনের হিড়িক ২০১৩ সালে শাপলা চত্বরে অন্তত ৫৮ জন নিহত হন

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মৃত্যুভয় উপেক্ষা করে অনেক মা-বোন তাদের সন্তান ও ভাইদের সঙ্গে রাজপথে নেমে এসেছিলেন। রাষ্ট্র সংস্কারে তাদেরও হক রয়েছে। কিন্তু ঔপনিবেশিক মানসিকতা ও পশ্চিমা অ্যাজেন্ডা নিয়ে নারীবাদীরা কমিশন দখল করে ইসলামবিরোধী প্রতিবেদন তৈরি করেছে। এরা এদেশের ধর্মপ্রাণ বৃহত্তর নারীসমাজের শত্রু। অধিকারের নামে নারীকে ইউরোপের মতো বাজারি পণ্য ও যৌনদাসী বানানোর পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে। কথিত নারীবিষয়ক সংস্কার কমিশন যৌনকর্মীকে ‘শ্রমিক’-এর মর্যাদা দেওয়ার প্রস্তাব করে মূলত নারীর মর্যাদাহানি করেছে।

সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের কালি মন্দিরের ফটক দিয়ে বের হন ফরিদপুরের কামাল উদ্দিন। তিনি বলেন, আমরা বৃষ্টি মাথায় নিয়ে পুরো সমাবেশ শেষ করেছি। মঞ্চের ওপর ছামিয়ানা থাকায় বক্তাদের বক্তব্য দিতে সমস্যা হয়নি। শ্রোতারাও মুগ্ধ হয়ে বক্তব্য শোনেন।

সাভার থেকে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন মাসুদ ভূঁইয়া। তিনি বলেন, আল্লাহর দ্বীন কায়েমে আমরা আজ ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব জেলা, উপজেলা থেকে লাখো মানুষ মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন। সমাবেশের শেষ পর্যায়ে বৃষ্টি আল্লাহরই রহমত। বৃষ্টিতে ভিজে সমাবেশের সামনে থেকে বক্তাদের বক্তব্য শুনতে পেলে ভালো লেগেছে।

এমএমএ/এমআরএম/এমএস

Advertisement