দেশজুড়ে

সিরাজগঞ্জে ৮ ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে ৮ ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের দুই উপজেলায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে ৮টি ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আরেকটির চিমনি ভেঙে ফেলা হয়েছে।

Advertisement

রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহীন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ৮টি ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

এ সময় উল্লাপাড়া উপজেলার মেসার্স সুফিয়া ব্রিকসকে ছয় লাখ, মেসার্স আসল ব্রিকসকে ছয় লাখ, এফএনএফ ব্রিকসকে ছয় লাখ টাকা ও শাহজাদপুর উপজেলার এমআরএম ব্রিকসকে চার লাখ, এসআরএম ব্রিকসকে চার লাখ, এমএমএইচ ব্রিকস-১ পাঁচ লাখ, এমএমএইচ ব্রিকস-২ পাঁচ লাখ ও মেসার্স এবিএম ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএএম/এমএসএম