ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে মামুন মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নান্দাইল সড়কে রেলওয়ে স্টেশন জামে মসজিদ পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া একই উপজেলার পূর্ববারইগ্রাম গ্রামের মো. আবু বক্করের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মামুন বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। এসময় অন্য শিশুদের ডাকচিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তারা খোঁজাখুঁজির একপর্যায়ে পানি থেকে মামুনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে মামুন নামের শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
কামরুজ্জামান মিন্টু/এসআর/এমএস