ক্যাম্পাস

ববি রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা করে রুমে তালা

ববি রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা করে রুমে তালা

চার দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ শেষে রেজিস্ট্রারের কুশপুতুলে জুতা নিক্ষেপ ও দাহ করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন রাকিন খান বলেন, রেজিস্ট্রার মনিরুল ইসলাম ভোলার মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি জুলাই আন্দোলনে বিরোধিতাকারীদের অন্যতম। তাকে অপসারণসহ চার দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করেছেন। কিন্তু উপাচার্য তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। রেজিস্ট্রারকে দাপ্তরিকভাবে অপসারণ করা না হলে তারা তালা খুলবেন না।

শিক্ষার্থীরা জানান, চার দফা দাবি মেনে নিতে উপাচার্য ড. শুচিতা শারমিনকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল। শনিবার (২৬ এপ্রিল) আলটিমেটাম শেষ হয়েছে।

Advertisement

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শারমিনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। শিক্ষার্থীদের দাবিগুলো হলো ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপমানজনক অপবাদ প্রত্যাহার করে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে অপসারণ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর শিক্ষকদের লাভজনক কমিটি থেকে অপসারণ এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শাওন খান/এসআর/এমএস