বাংলাদেশের উদ্ভাবন সম্ভাবনা প্রদর্শনে আগামীকাল বুধবার (১৬ জুলাই) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিইএআর সামিট ও বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম-২০২৫।
Advertisement
দুই দিনব্যাপী এই আয়োজনে ২৫০০ এর বেশি অংশগ্রহণকারী, মিডিয়াটেক, টোকিও ইলেকট্রন, সান ডিস্ক, ইনোভিক্সসহ ১০টির বেশি শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আমরা ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে চাই। দুইদিন সাইবার সিকিউরিটি, এআই নীতিমালা, বায়োটেক, রোবটিক্স নিয়ে আলোচনা হবে। সরকার, শিক্ষার্থী ও অ্যাকাডেমির প্রতিনিধিরা সামিটে অংশ নেবেন। দেশের সব সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এখানে অংশ নিচ্ছে।
Advertisement
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিয়ার সামিট দেশের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ও প্রযুক্তিনির্ভর আয়োজন ও বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫। এই দুটি যুগান্তকারী আয়োজন ১৬ ও ১৭ জুলাই ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইডিজিই প্রজেক্ট এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যৌথ আয়োজনে এবং বিশ্বব্যাংকের সহায়তায় এই দুইটি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশ এখন নিজেদেরকে একটি ডিল-টেক এবং ইনোভেশনভিত্তিক জ্ঞান-অর্থনীতির দেশে রূপান্তরের প্রস্তুতি নিচ্ছে। সামিটে ২৫০০ এর বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী থাকবে। যার মধ্যে ৬০ শতাংশ শিক্ষার্থী, ৪০ শতাংশ শিক্ষক ও শিল্প বিশেষজ্ঞ ও ৩০ শতাংশ আন্তর্জাতিক অংশগ্রহণকারী (ভার্চুয়াল) থাকবেন। ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, দেশের সব সেমিকন্ডাক্টর কোম্পানির অংশগ্রহণ ও ৩০০টির বেশি পোস্টার ও লাইভ ডেমো (কোনো পণ্য বা সেবার সরাসরি প্রদর্শনী, যা সাধারণত দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। জমা পড়েছে অনুষ্ঠানের জন্য।
এসএম/এসএনআর/এমএস
Advertisement