খেলাধুলা

এবারও ট্রফি জিতবে না পাঞ্জাব, পন্টিংকে দায়ী করলেন মনোজ তিওয়ারি

এবারও ট্রফি জিতবে না পাঞ্জাব, পন্টিংকে দায়ী করলেন মনোজ তিওয়ারি

আইপিএলের এখন পর্যন্ত ১৭টি সংস্করণ শেষ হয়েছে। বর্তমানে ১৮তম সংস্করণ চলমান। তবে এখনো শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ হয়নি পাঞ্জাব কিংসের। এমনকি চলতি আসরেও দলটি শিরোপা জিততে পারবে না বলে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ভারতীয় ব্যাটার মনোজ তিওয়ারি।

Advertisement

ট্রফি না জেতার পেছনে হেড কোচ রিকি পন্টিংকে দায়ী করেছেন তিনি। অস্ট্রেলিয়ান এই কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিওয়ারি দাবি করছেন, ভারতীয়দের বাদ দিয়ে বিদেশিদের ওপর বেশি ভরসা করছেন পন্টিং। যে কারণে দলের ভালো করার সম্ভাবনাও কম যাচ্ছে।

গতকাল শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই ভারতীয় প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংহের সৌজন্যে দারুণ শুরু করে পাঞ্জাব। তারা আউট হওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েলকে চার নম্বরে এবং মার্কো জানসেনকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠান পন্টিং। এর ফলে নেহাল ওয়াদেরা এবং শশাঙ্ক সিংহের মতো ভারতীয় ব্যাটাররা ব্যাটিং করার সুযোগই পাননি।

তিওয়ারি অভিযোগ করেন, পন্টিং ভারতীয় ট্যালেন্টদের চেয়ে বিদেশি খেলোয়াড়দের ওপর বেশি ভরসা করেছেন এবং এই পরিকল্পনা কাজে আসেনি। তিনি আরও বলেন, যদি কোচ ভারতীয় খেলোয়াড়দের উপর আস্থা না রাখেন, তাহলে এ বছর পাঞ্জাব কিংসের জন্য ট্রফি জেতা কঠিন হবে।

Advertisement

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিওয়ারি লেখেন, ‘আমার অন্তঃচেতনা বলছে, পাঞ্জাব এবারের ট্রফিও জিততে পারবে না। কারণ আজ ব্যাটিংয়ের সময় যা দেখলাম, তাতে স্পষ্ট হলো কোচ ভারতীয় ইন-ফর্ম ব্যাটার নেহাল ওয়াদেরা এবং শশাঙ্ক সিংহকে পাঠাননি। বরং বিদেশি খেলোয়াড়দের ওপর ভরসা করেছেন, কিন্তু তারা পারলেন না। এতে ভারতীয় ব্যাটারদের ওপর আস্থার অভাব স্পষ্ট হয়েছে। যদি এই মনোভাব অব্যাহত রাখেন, তাহলে শীর্ষ দুইয়ে থেকেও শিরোপা জেতা কঠিন হবে।’

শনিবার কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০১ রান করে পাঞ্জাব। জবাবে কলকাতা মাত্র ১ ওভার ব্যাট করতেই শুরু হয় কালবৈশাখী ঝড়। তীব্র ঝড়ে মাঠের কাভার উড়ে স্ট্যান্ডে চলে যায়। মাঠকর্মীরা দ্রুত পিচ ঢাকলেও একটানা বৃষ্টি চলতেই থাকে। দেড় ঘণ্টা অপেক্ষা করেও খেলা শুরু করতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইপিএলের চলতি আসরে এটিই প্রথম পরিত্যক্ত হওয়া ম্যাচ।

তবে পাঞ্জাবের পুঁজি আরও বড় হতে পারতো, যদি তারা শুরুর মোমেন্টাম ধরে রাখতে পারতো। ওপেনার প্রিয়াংশ আর্য (৩৫ বলে ৬৯) ও প্রভশিমরন সিং (৪৯ বলে ৮৩) যেভাবে খেলা শুরু করেছিলেন, তাতে অনুমান করা হয়েছিল সফরকারীদের স্কোরবোর্ডে রান ২২৫/২৩০ রান হবে। কেননা ১৪ ওভারের খেলা শেষে ১ উইকেটে ১৫৮ রান তুলে ফেলেছিল পাঞ্জাব।

তবে শেষ ৬ ওভার দারুণ বোলিং করে কলকাতা। ৩ উইকেটে তুলে রান খরচা করে মোটে ৪৩। ফলে ২০১ রানে আটকে যায় অতিথি দল।

Advertisement

এমএইচ/এমএস