দেশজুড়ে

খুলনার বাজারে মুরগিতে স্বস্তি, সবজিতে অস্বস্তি

খুলনার বাজারে মুরগিতে স্বস্তি, সবজিতে অস্বস্তি

খুলনার বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। ৫০-৬০ টাকা কেজির নিচে সবজি পাওয়া দুষ্কর। ঈদের পর থেকে প্রায় সব সবজির দাম বৃদ্ধি শুরু হয়েছে। অন্যদিকে, মুরগির মাংসের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংস ও মাছের দাম।

Advertisement

রোববার (২৭ এপ্রিল) নগরীর নতুন বাজার, নিউ মার্কেট, শিরোমনি বাজার, মিস্ত্রিপাড়া ও গল্লামারি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে জানা যায়, কেজিপ্রতি বেগুন আকার ভেদে ৫০ টাকা, পটল ৪০-৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কুমড়া ৩০ টাকা, করলা ৬০ টাকা, পুঁইশাক ৪০ টাকা, পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস লাউ ৪০-৫০ টাকা, প্রতি কেজি কাচা আম ৪০-৫০ টাকা, আলু ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৭০-৮০ টাকা, রসুন ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Advertisement

মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা কেজি দরে, সোনালি মুরগি ৩০০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে, প্রতি কেজি রুই মাছ ২৫০-৩০০ টাকা, টেংরা মাছ ৪০০-৫০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৩০-১৪০ টাকা, পাঙাস মাছ ১৪০-১৫০ টাকা, চিংড়ি প্রকার ভেদে ৫০০-৬০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা ও বিভিন্ন প্রকার ছোট মাছ ২৫০-৩০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

নিউ মার্কেট বাজারের সবজি বিক্রেতা সালাউদ্দিন মিয়া জানান, গরমের সবজির সরবরাহ বেড়েছে। তবে মাঝে বৃষ্টি হওয়াতে সবজির দাম একটু বেড়েছিল। তবে কিছুদিনের মধ্যে সবজির দাম কমার সম্ভাবনা রয়েছে।

গল্লামারি বাজারের মুরগী ব্যবসায়ী কাওসার মোল্যা বলেন, ঈদের পরে মুরগির দাম দুই দফা কমেছে। সব মুরগিতেই কেজিপ্রতি ২০-৩০ টাকা কমেছে।

Advertisement

নতুন বাজারের মাছবিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, বাজারে ফিডের দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম অনেক বেশি। মাছের দামও এজন্য বাড়তি। আমরা মোকাম থেকে সামান্য লাভে বিক্রয় করি।

গল্লামারি বাজারে আসা শফিকুল ইসলাম বলেন, প্রায় অনেক সবজির দাম বাড়তি। তবে মুরগির দাম কমেছে। কিন্তু গরুর মাংসের দাম কমেনি।

মিস্ত্রিপাড়া বাজারে আসা চাকরিজীবী ফরহাদ হোসেন বলেন, বাজারে মাছের দামে আগুন। মাছ-মাংসের দামে ব্যবধান খুব বেশি না। সবজির দাম গত সপ্তাহ থেকে বাড়তি। দাম নাগালে থাকলে মনে শান্তি লাগে।

শিরোমনি বাজারে আসা গোপাল চন্দ্র বলেন, কমদামে কোনো সবজি নাই। দুই পদের সবজি কিনতে ১০০ টাকা গুণতে হয়। তবে মুরগির মাংসের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। কিন্তু বাজার মনিটরিং করলে সব কিছুর দাম নাগালে থাকতো।

আরিফুর রহমান/এমএন/এমএস