খেলাধুলা

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কলকাতা-পাঞ্জাব ম্যাচ

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কলকাতা-পাঞ্জাব ম্যাচ

পাঞ্জাব কিংস নিজেদের ইনিংসটা সম্পূর্ণই খেলেছে। কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর) এক ওভার ব্যাট করেছে। এরপরই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু। পুরো ম্যাচকেই লন্ডভন্ড করে দিয়েছে এই ঝড়। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

আজ শনিবার কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০১ রান করে পাঞ্জাব। ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে এক ওভার খেলে ৭ রান তোলেন কলকাতার দুই ওপেনার সুনিল নারিন ও রহমানুল্লাহ গুরবাজ।

তবে পাঞ্জাবের পুঁজি আরও বড় হতে পারতো, যদি তারা শুরুর মোমেন্টাম ধরে রাখতে পারতো। ওপেনার প্রিয়ানাশ আর্য (৩৫ বলে ৬৯) ও প্রভশিমরন সিং (৪৯ বলে ৮৩) যেভাবে খেলা শুরু করেছিলেন, তাতে অনুমান করা হয়েছিল সফরকারীদের স্কোরবোর্ডে রান ২২৫/২৩০ রান হবে। কেননা ১৪ ওভারের খেলা শেষে ১ উইকেটে ১৫৮ রান তুলে ফেলেছিল পাঞ্জাব।

তবে শেষ ৬ ওভার দারুণ বোলিং করে কলকাতা। ৩ উইকেটে তুলে রান খরচা করে মোটে ৪৩। ফলে ২০১ রানে আটকে যায় অতিথি দল।

Advertisement

শনিবারের ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে বর্তমান টেবিলের চারে উঠে গেছে পাঞ্জাব (৯ ম্যাচে ১১ পয়েন্ট)। গুজরাট টাইটানস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরই শ্রেয়াস আইয়ারের দলের অবস্থান। শীর্ষ তিন দলেরই পয়েন্ট সমান ১২।

অন্যদিকে কলকাতা আগের সাত নম্বর স্থানেই আছে। ৯ ম্যাচে ৭ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এমএইচ/এমআরএম

Advertisement