খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দলে মোস্তাফিজ-শরিফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দলে মোস্তাফিজ-শরিফুল

কিছুদিন আগেও বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ও প্রভাবশালী পেসার বলে ধরা হতো মোস্তাফিজুর রহমানকে। এখনো হয়তো কেউ কেউ তাকে লাল-সবুজ জার্সিতে সবচেয়ে কৌশলী ও কার্যকর বোলার মনে করেন। সেটি তারা মনে করতেই পারেন। কিন্তু জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া ‘কাটার মাস্টার’কে এবার ‘এ’ দলে পাঠানো হয়েছে।

Advertisement

আজ শনিবার নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। টাইগারদের ১৫ সদস্যের ‘এ’ দলের স্কোয়াডে শরিফুল ইসলাম এবং এবাদত হোসেনের মতো বোলাররাও।

আগামী ১ মে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড এ দল। যদিও কিউইদের এ সফর হওয়ার কথা ছিল গেল বছরের সেপ্টেম্বরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় ওই সময় সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। সিরিজ শুরু হবে আগামী ৫ মে। এরপর ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Advertisement

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১৪ মে সিলেটেই শুরু হবে চারদিনের প্রথম টেস্ট। এরপর ২১ মে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

বাংলাদেশের স্কোয়াডের ১৪ জনেরই জাতীয় দলের জার্সিতে খেলার অভিজ্ঞতা আছে। স্কোয়াডে আছেন পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, এনামুল হক বিজয়, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা। তবে নেই সৌম্য সরকার।

আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ছাড়া স্কোয়াডে থাকা একমাত্র ক্রিকেটার হলেন রেজাউর রহমান রাজা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল

পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোওয়ারী, তানভীর ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।

Advertisement

এমএইচ/জেআইএম