নোয়াখালীর সদরে নিখোঁজের দুদিন পর মীর হোসেন সাদ্দাম (৩১) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর গ্রামের নতুন বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মীর হোসেন সাদ্দাম বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টা থেকে সাদ্দামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি বেগমগঞ্জ থানাকে জানানো হয়। শনিবার সকালে সদরের দূর্গাপুর গ্রামে দুই শিশু আম কুড়াতে গিয়ে সেপটিক ট্যাংকে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
Advertisement
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু তাহের বলেন, পলিথিন মোড়ানো মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহতের বাড়ি বেগমগঞ্জে এবং মরদেহ উদ্ধারের স্থান সদরের সুধারাম থানায়। দুই থানার পুলিশ যৌথভাবে কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। পরবর্তীতে ঘটনার অগ্রগতি সম্পর্কে জানানো হবে।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জেআইএম
Advertisement