ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সব রাজনৈতিক বিভাজন ভুলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর বৈশাখী মিলনমেলার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রাজনৈতিক বিভাজন আমাদের নানাভাবে ক্ষতি করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সব বিভাজন ভুলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার এখনই সময়।

ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী অনুষ্ঠান সঞ্চালন করেন।

Advertisement

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড, কাজের পরিধি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও উন্নয়ন কর্মকাণ্ডে অ্যালামনাইরা বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গতিশীল কার্যক্রমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপাচার্য বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় সবার মধ্যে ঐক্য ধরে রাখতে এ ধরনের মিলনমেলা কার্যকর ভূমিকা পালন করতে পারে।

এফএআর/জেএইচ/জেআইএম

Advertisement