আন্তর্জাতিক

ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে

ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেছেন, ভারতশাসিত কাশ্মীরের পহেলগামের ঘটনার কোনো প্রকৃত তদন্ত করা হয়নি।

Advertisement

তিনি বলেন, পহেলগাম ঘটনার ১০ মিনিটের মধ্যে একটি এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি এফআইআরে ‌‘ফরেইন মাস্টার’ ও ‘ক্রস বর্ডার’ শব্দগুলো ব্যবহার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে পরিস্থিতি অতিরঞ্জিত করার অভিযোগও করেন তিনি।

অঞ্চলজুড়ে উত্তেজনা সত্ত্বেও আজমা বুখারি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, রাজনৈতিক বিরোধিতা যাই হোক না কেন, আমরা সবাই প্রথমে পাকিস্তানি।

Advertisement

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধে কেবল অস্ত্র ও সেনাবাহিনী দিয়ে লড়াই হয় না, শহীদের চেতনা ও বিশ্বাস প্রয়োজন।

তবে তিনি শান্তির বার্তা পাঠিয়ে বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, আমরা কারও সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না।

কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।

Advertisement

তিনি অঙ্গীকার করে বলেন, আত্মমর্যাদা ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তাতে পরিস্থিতি যে রকমই হোক না কেন।

সূত্র: জিও নিউজ

এমএসএম