গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩২৪টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৮২ শতাংশ প্রতিষ্ঠানের দাম কমেছে।
Advertisement
দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে বিচ হ্যাচারি। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে প্রায় ১৫৯ কোটি টাকা কমেছে। বিনিয়োগকারীদের বড় অংশই এ প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী ছিল না। ফলে সপ্তাহজুড়েই দাম কমে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি।
গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৩৯ দশমিক ৭১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৩৮ টাকা ৪০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ১৫৮ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ২০৬ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৯৬ টাকা ৭০ পয়সা।
শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে কোম্পানিটি ২০২৩ সালে ২ শতাংশ নগদ, ২০২২ সালে ১ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ২০২১ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
Advertisement
২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির শেয়ার দামের এ পতনের আগে বড় উত্থান। হয়। ৬৭ টাকা থেকে কয়েক দফা দাম বেড়ে প্রতিটি শেয়ারের দাম ১২৪ টাকা পর্যন্ত ওঠে। লভ্যাংশের ইতিহাস ভালো না হলেও কোম্পানিটির শেয়ার দামে এ অস্বাভাবিক উত্থান হয়। অস্বাভাবিক উত্থানের পর এখন বড় ধরনের দরপতন দেখা গেলো।
৪১ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ১৪ লাখ ১ হাজার ২১টি। এর মধ্যে ৩৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক ৯১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৫৬ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৫৬ শতাংশ শেয়ার আছে।
বিচ হ্যাচারির পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল বিডি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২৪ শতাংশ। ২৩ দশমিক ১৪ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে উত্তরা ব্যাংকের ২১ দশমিক শূন্য ৩ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ২১ দশমিক শূন্য ৩ শতাংশ, এডিএন টেলিকমের ১৯ দশমিক শূন্য ৯ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৯৯ শতাংশ, ফারইস্ট ফিন্যান্সের ১৮ দশমিক ৪২ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১৭ দশমিক ১৩ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১৬ দশমিক ৮৫ শতাংশ দাম কমেছে।
Advertisement
এমএএস/এমএএইচ/এএসএম