দেশে এখন গণতন্ত্র ও নির্বাচন সোনার হরিণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্রের আন্দোলন আজ দেশের সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের জন্য অপরিহার্য হয়ে গেছে। জনগণ চায় একটি সংস্কার করা রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন। বিএনপি যে সংস্কার করেছে অন্য কোনো দল তা করতে পারেনি।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে জিয়া মঞ্চ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজনীতি করে এবং ভবিষ্যতেও করবে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে আবদুস সালাম বলেন, আমরা আইনের শাসন চাই, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই এবং পরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হতে পারে এমন ব্যবস্থাও চাই।
Advertisement
ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেন আবদুস সালাম। তিনি বলেন, এই মুহূর্তে অন্তবর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে। সীমান্তের ওপার থেকে ফ্যাসিস্টের কথায় কিছু হবে না। এ দেশ চলবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে।
মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, গবেষণা বিষয়ক সহ-সম্পাদক শামীমুজ্জামান শামীম, ফরিদপুর বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ জিয়া মঞ্চের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল, যুগ্ম-সম্পাদক প্রকৌশলী জামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের আহ্বায়ক খলিলুর রহমান বাবু এবং ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের আহ্বায়ক রেজাউল করিমও মানববন্ধনে অংশ নেন।
কেএইচ/এমআইএইচএস//জেআইএম
Advertisement