রাজধানীর উত্তরায় নর্থ টাওয়ারের চারজন নিরাপত্তা কর্মী নেশা জাতীয় দ্রব্যের প্রভাবে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
তারা হলেন মো. সাঈদান (৩০), মোহাম্মদ আলী (৪২), মো. হাবিব (৩৫) ও মো. ইমদাদ (৪৫)।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে পাকস্থলি ওয়াশ দিয়ে ভর্তি দেওয়া হয়েছে।
তাদের নিয়ে আসা মো. জাকির হোসেন জানান, কে বা কার দেওয়া খাবার খেয়ে ৪ জনই অসুস্থ হয়ে পড়ে। পরে আমি এসে তাদের অচেতন অবস্থায় দেখতে পাই। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলি ওয়াশ দিয়ে ভর্তি দেওয়া হয়েছে।
Advertisement
তিনি আরও জানান, অসুস্থ সবাই উত্তরা নর্থ টাওয়ারের নিরাপত্তা কর্মী। তাদের কী খোয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তারা এখনো কিছু বলতে পারছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা থেকে চারজন নিরাপত্তা কর্মী নেশা জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের পাকস্থলি ওয়াশ দিয়ে নতুন ভবনে ভর্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অবগত করা হয়েছে।
কাজী আল আমীন/এমএইচআর/এএসএম
Advertisement