ভারতের ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে পহেলগামের ভয়াবহ জঙ্গি হামলায় শোকাচ্ছন্ন পুরো ভারত। কয়েকদিন আগেই পহেলগাম কাণ্ডে নিহতদের শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছিলেন বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এবার তার পথ ধরেই হাঁটলেন বলিউডের আরেক জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তিনিও তার শো বাতিল করার ঘোষণা দিয়েছেন।
Advertisement
পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গিহামলার ঘটনাতেও নিজের মতো করে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রেয়া ঘোষাল। শোকপ্রকাশ করে বলেছিলেন, ‘পহেলগামের ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এই হামলার জন্য সব হারানো পরিবারগুলোর জীবন ওলট-পালট হয়ে গেল। এই হামলা আমাদের দেশের জন্য একটা বড় ক্ষত।’
গত দুদশকে অন্যতম বড় জঙ্গিহামলা যখন ভারতীয়দের মনে রাগ-বিদ্বেষের জন্ম দিয়েছে, তখন সেই আবহে সুরাটের কনসার্ট বাতিল করে দিলেন শ্রেয়া। অসংখ্য শ্রোতা, ভক্ত-অনুরাগীদের কাছে তার কনসার্ট মানেই উন্মাদনা ও উপচেপড়া ভিড়। আজ (২৬ এপ্রিল) পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিলেন গায়িকা। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে এক বিবৃতি জারি করে।
এ বিবৃতিতে বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনার আবহে আয়োজক এবং শিল্পীদের সম্মিলিত সিদ্ধান্তে শনিবার (২৬ এপ্রিল) চেন্নাইতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা বাতিল করা হলো।
Advertisement
আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, যারা কনসার্টের টিকিট কিনেছিলেন, তারা প্রত্যেকেই সব টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণার পরই শ্রোতা-অনুরাগীরা গায়িকা এবং তাদের সিদ্ধান্তের প্রশংসা করছেন।
আরও পড়ুন: পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তি পাচ্ছে না ভারতে কাশ্মীর হামলায় অরিজিতের অভিনব প্রতিবাদকাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনার এই কালো স্মৃতি হয়তো চিরকাল তাড়া করে বেড়াবে ভারতের মানুষকে। এমন শোকের আবহে সুরাটের শো বাতিল করলেন শ্রেয়া ঘোষাল।
এমএমএফ/এএসএম
Advertisement