খেলাধুলা

মার্শাল আর্টে প্রতিপক্ষ হিসেবে সুয়ারেজকে চান এভরা

মার্শাল আর্টে প্রতিপক্ষ হিসেবে সুয়ারেজকে চান এভরা

ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফ্রান্সের সাবেক অধিনায়ক প্যাট্রিস এভরা। ফুটবল ছেড়েছেন ২০১৮ সালে। এখন তিনি নাম লিখেছেন মার্শাল আর্টে। আগামী ২৩ মে ফ্রান্সে নিজের প্রথম মার্শাল আর্ট প্রতিযোগিতা এমএমএ (মিক্সড মার্শাল আর্ট) ফাইটার হিসেবে লড়াই করতে নামবেন।

Advertisement

প্রদর্শনী ওই প্রতিযোগিতায় অভিষেক ম্যাচেই প্যাট্রিস এভরা প্রতিপক্ষ হিসেবে চাইলেন উরুগুয়ে ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার এবং বর্তমানে ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজকে। শুধু তাই নয়, লড়াইয়ে সুয়ারেজের কাছ থেকে ‘কামড়’ও খেতে চেয়েছেন এভরা।

৪৩ বছর বয়সী সাবেক এই লেফট ব্যাক ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন আট মৌসুম। এ সময়ের মধ্যে তিনি জিতেছেন ৫টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ওই সময়টাতেই লুইস সুয়ারেজের সঙ্গে বেশ কয়েকটি ঘটনায় জড়িয়েছে তার নাম। সুয়রেজ তখন খেলতেন লিভারপুলে।

      View this post on Instagram      

A post shared by PFL Europe (@pfleurope)

Advertisement

২০১১ সালের নভেম্বরে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কর্তৃক শাস্তির মুখোমুখি হন সুয়ারেজ। কারণ একমাস আগে অ্যানফিল্ডে লিভারপুল এবং ম্যানইউর মধ্যকার একটি ড্র ম্যাচে এভরার সঙ্গে চরম বর্ণবাদী আচরণ করেন সুয়ারেজ। এই অভিযোগে ৮ ম্যাচ নিষিদ্ধ করা হয় উরুগুইয়ান স্ট্রাইকারকে।

নিষেধজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পরই ফেব্রুয়ারিতে ওল্ড ট্র্যাফোর্ডে আবারও মুখোমুখি হয় ম্যানইউ ও লিভারপুল। এবার এভরার সঙ্গে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানান সুয়ারেজ।

লিওনেল মেসির বর্তমান সতীর্থ সুয়ারেজ এরপর দুটি সবচেয়ে বিতর্কিত ঘটনার জন্ম দেন। চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচ এবং ইতালির জিওর্জিও চিয়েল্লিনির ঘাড়ে কামড় দেয়ার ঘটনা ঘটান।

সেই এভরা ফুটবল ছেড়ে এখন পুরোদস্তুর মার্শাল আর্ট খেলোয়াড়। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ব্রেকিং..., পিএফএল (প্রফেশনাল ফাইটারস লিগ) ইউরোপে অফিসিয়ালি আমি আমার প্রথম ফাইটের জন্য অনুশীলন করছি। তারা আমার প্রতিপক্ষ ঠিক করবে। তারা অবশ্য আমাকে জিজ্ঞাসা করেছিল, কার মুখোমুখি হতে চাই আমি? আমি বলেছি, লুইস সুয়ারেজ। আমি প্রয়োজনে এর জন্য নিজের পকেট থেকে খরচ করবো। সে চাইলে আমাকে কামড়ও দিতে পারে।’

Advertisement

বোঝাই যাচ্ছে, প্রায় এক যুগেরও বেশি সময় আগের ঘটনা এবং অপমান নিজের ভেতর ধরে রেখেছেন এভরা। যে কারণে সুযোগমত সেই ক্ষোভ প্রকাশ করে ফেললেন।

এমএমএ ফাইটিংয়ে লড়াই করার জন্য এভরা অনেকদিন ধরেই তার বন্ধু এবং প্রফেশনাল ফাইটার্স লিগ (পিএফএল) তারকা সেদ্রিক ডাম্বের সঙ্গে। তবে এখনও মার্শাল আর্টে এভরার অভিষেক ম্যাচের জন্য প্রতিপক্ষ কে হবেন, সে ঘোষণা এখনও দেয়া হয়নি।

আইএইচএস/