মালয়েশিয়ার সাবেক প্রথম মহিলা উপ-প্রধানমন্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল চক্ষুবিদ্যায় ২০২৫ সালের আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) মালয়েশিয়ান চক্ষুবিদ্যা বৈজ্ঞানিক কংগ্রেস (MOSC) ২০২৫-এ তাকে এই পুরস্কার দেওয়া হয়।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডক্টর ওয়ান আজিজাহ আয়ারল্যান্ডের রয়েল কলেজ অফ সার্জনস থেকে মেডিসিন অধ্যয়ন করেন, যেখানে তিনি একজন যোগ্যতাসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে স্নাতক হন।
‘ইউনাইটেড উই স্ট্যান্ড: ওয়ান ভিশন ফর মালয়েশিয়া’ শীর্ষক অনুষ্ঠানে তার বক্তৃতায়, ডা. ওয়ান আজিজা বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান সম্মাননাগুলোর একটি পেয়ে আমি সৌভাগ্যবান।
তিনি আরও বলেন, ২০২৩ সালের জাতীয় চক্ষু জরিপের ফলাফল প্রতিরোধযোগ্য অন্ধত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য হ্রাসের ইঙ্গিত দেয়। পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে অন্ধত্বের হার ১ দশমিক ৬ শতাংশ থেকে দশমিক ৮ শতাংশে এবং সারাওয়াকে ২ দশমিক ১ শতাংশ থেকে দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক অর্জনের প্রতিফলন। দেশে চোখের স্বাস্থ্য বজায় রাখা একটি যৌথ দায়িত্ব। সবার জন্য মানসম্পন্ন চক্ষু সেবা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Advertisement
তাকে দেওয়া স্বীকৃতি সবাইকে, বিশেষ করে তরুণ ডাক্তারদের ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন ডা. ওয়ান আজিজাহ।
তিনি বলেন, আসুন আমরা একে অন্যের কাছ থেকে শেখার, শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার এবং পরবর্তী প্রজন্মের চক্ষু বিশেষজ্ঞদের উৎকর্ষ অর্জনের জন্য অনুপ্রাণিত করার সুযোগটি কাজে লাগাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশটির উপ-স্বাস্থ্য মহাপরিচালক (গবেষণা ও কারিগরি সহায়তা) ডা. নর ফারিজা নাগাহ এবং মালয়েশিয়ান সোসাইটি অফ অফথালমোলজির সভাপতি ডা. মিসওয়ান মুইজ মাহুদিন।
এএমএ/এমএস
Advertisement