চাঁদপুরে সড়ক বিভাগের উদ্যোগে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাবুরহাট এলাকায় গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দিনভর চলে এ অভিযান।
Advertisement
উচ্ছেদকালে প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ দোকান, টিনের ঘর, টিনের বেড়া এবং পাকা ভবনের বাড়তি অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক বিভাগ জানিয়েছে, অভিযানের আগে মৌখিকভাবে সর্বসাধারণকে সতর্ক করা হয়েছিল। তবে, এ বিষয়ে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কোনো লিখিত নোটিশ ছাড়াই হঠাৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তারা জানান, মালামাল সরানোর সময় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে, যা লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
Advertisement
হোটেল ব্যবসায়ী মোস্তফা পাটোয়ারী ও মমিন পাটোয়ারী বলেন, "উচ্ছেদ করা ঠিক আছে, তবে কোনো নোটিশ ছাড়া হঠাৎ দোকান ভাঙচুর করা ঠিক হয়নি। আমাদের মালামাল নষ্ট হয়ে গেছে। এখানে প্রায় ৫০টির বেশি দোকান ছিল। হাজারো মানুষের জীবিকা এ বাজারের সঙ্গে জড়িত। এখন আমরা কী করবো?"
শরীফুল ইসলাম/এমএন/এমএস