দেশজুড়ে

রাঙ্গামাটিতে পিকআপভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাঙ্গামাটিতে পিকআপভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ।

নিহতরা হলেন- আবু তাহের, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন ও নূর নাহার। তবে একজনের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

নিহত নূর নাহারের স্বামী আব্দুর রহিম বলেন, সকালে আমার স্ত্রী বেতবুনিয়ায় বাজার করে সিএনজিতে ফেরার সময় একটি পিকআপ এসে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি পুরো দুমড়ে মুচড়ে যায়। এতে আমার স্ত্রীসহ সিএনজিতে থাকা বেশ কয়েকজন ঘটনাস্থলে মারা যান।

Advertisement

কাউখালী থানার ওসি মো.সাইফুল ইসলাম সোহাগ বলেন, পাঁচজন মারা গেছে এটা নিশ্চিত। তার মধ্যে ঘটনাস্থলে ৩ জন মারা যান। হাসপাতালে পাঠানো হয় ৩ জনকে। এর মধ্যে ২ জন মারা যান। অপর জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। মরদেহগুলো রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইগনত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করছি এই দুর্ঘটনায় যে গাড়ির চালক দায়ী, তাকে আইনের আওতায় আনতে পারবো। তবে ঘটনার পর থেকে পিকআপের চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন জানান, কাউখালী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হচ্ছে।

এমএন/এফএ/এমএস

Advertisement