শিক্ষা

নর্থ সাউথে মাস্টার্সে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথে মাস্টার্সে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হতে চান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

Advertisement

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্যান্য ভর্তিচ্ছুর সঙ্গে পরীক্ষায় বসেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছেন। ইএমপিজি প্রোগ্রামটি স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীন পরিচালিত হয়। এ প্রোগ্রামের সামার সেশনের (২০২৫) পরীক্ষায় অংশ নেন।

আগামী সপ্তাহে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। শুধু পরীক্ষায় উত্তীর্ণরাই এক বছর মেয়াদি এ মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সূত্র।

Advertisement

এদিকে, বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) ফেসবুক পেজে আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে অন্যান্য পরীক্ষার্থীর সঙ্গে বসে আসিফ মাহমুদকে পরীক্ষা দিতে দেখা যায়।

আরও পড়ুন উপদেষ্টা আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল, চাইলেন ক্ষমা উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আজকের ইএমপিজি সামার-২০২৫ স্নাতকোত্তরে ভর্তি পরীক্ষায় অন্যদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছেন, তার এ আগ্রহকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি।‌‌‌

‘এসআইপিজিতে আমরা নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থা বিষয়ে শেখানোর জন্য শিক্ষাবিদ, পেশাজীবীদের সমন্বয়ে এক বছর মেয়াদি একটি যুগোপযোগী কারিকুলামের ওপর পাঠদান করিয়ে থাকি।’

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।

Advertisement

আসিফ মাহমুদ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন।

এএএইচ/বিএ