চট্টগ্রাম নগরীর লাভ লেইনে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে কোতোয়ালি থানার লাভ লেইন মোড়ের স্মরণিকা ক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলো- জহির উদ্দিন (৫০), শামিম (৩০), ওয়াসিম (২৭), দেলোয়ার হোসেন শুক্কুর (৩৫) ও মিজান (২৬)।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
ওসি আবদুল করিম বলেন, গ্রেফতাররা সংঘবদ্ধ হয়ে কোতোয়ালি থানা এলাকায় ঝটিকা মিছিল করেছে। তাদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Advertisement
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালি থানার লাভলেইন এলাকায় একটি মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এমডিআইএইচ/এমএএইচ/এএসএম