অর্থনীতি

দুর্বল ব্যাংক একীভূত করতে সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক-আইএমএফ

দুর্বল ব্যাংক একীভূত করতে সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক-আইএমএফ

দুর্বল ব্যাংকগুলো সংস্কারের বড় উদ্যোগের কথা বারবার বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীতে সবল কোনো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে। বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় উত্থাপন করে বাংলাদেশ। সেইসঙ্গে পাচারেরর টাকা ফেরতে খেলাপিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বিশ্বব্যাংকের ও আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। এজন্য ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

ব্যাংক একীভূতকরণে বিশ্বব্যাংক ও আইএমএফ টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি অর্থায়ন করতে সম্মত হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আগামী বাজেট কী হবে তা বলা মুশকিল। তিন বিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট মিলবে। এগুলো পেতে ঋণচুক্তি হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক কার্যালয়ের বাংলাদেশ মিশন অফিসে জাগো নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ব্যাংক একীভূত করা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা জানি না ব্যাংক মার্জ নিয়ে কারা কী বলছে। আমরা মনে করি এটা সম্ভব। আমরা আন্তর্জাতিক এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি। আইএমএফ ও বিশ্ববব্যাংক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এটা সম্ভব এবং এজন্য তারা প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট ও অর্থায়ন করবেন। তারা আমাদের গাইড করবে। এতে আমরা এটা সুন্দরভাবে করতে পারব। আগে কিছু হয়নি বলে এখন কিছু হবে না বিষয়টি এমন নয়। আমাদের অনেক কিছু করতে হবে। ভবিষ্যতে সবকিছু ভালো করতে হবে।

Advertisement

ব্যাংক একীভূত করলে ডিপোজিটারদের কোনো সমস্যা হবে কি না- এই প্রসঙ্গে গভর্নর আরও বলেন, ডিপোজিটারদের শতভাগ স্বার্থ রক্ষা করা হবে। তাদের টাকার কোনো সমস্যা হবে না। আমরা যদি হস্তক্ষেপ না করি তবে টাকা পেতে সমস্যা হবে। তবে আমরা বলে দিচ্ছি কোনো সমস্যা হবে না। যত টাকা লাগে আমরা দেবো। জনগণ যদি সরকারের ওপর আস্থা রাখতে পারে তাহলে কোনো সমস্যা হবে না।

দেশে শরিয়াহভিত্তিক যেসব দুর্বল ব্যাংক রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, দেশে একটি বড় ইসলামী ব্যাংক আছে, এটা কিন্তু ভালো চলছে। আমরা শুধু গুড গভর্নেন্স করেছি। সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যা জর্জরিত ব্যাংকগুলোকে একীভূত করা হবে।

দেশের পুরো ব্যাংকিং খাত ইসলামি হবে কি না এবং এটা নিয়ে কোনো চুক্তি হয়েছে কি না- এই প্রসঙ্গে গভর্নর বলেন, ইসলামি ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। তবে পুরো ব্যাংকিং খাত ইসলামি হওয়ার নজির বিশ্বে নেই, এমনকি সৌদি আরবেও নাই।

ট্রাম্পের শুল্কনীতি, বৈশ্বিক-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও আইএমএফ-ওয়াল্ড ব্যাংক বসন্তকালীন বৈঠকে বিশ্বব্যাংকের সঙ্গে সাড়ে ৯ কোটি ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ।

Advertisement

এই প্রসঙ্গে গভর্নর জানান, ট্রাম্পের শুল্কনীতি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার পরোক্ষ প্রভাব সবাইকে পোহাতে হবে। তবে বাংলাদেশ কম ক্ষতিগ্রস্ত হবে।

এমওএস/এএমএ/এএসএম