দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে তুমুল আলোচনা। এ প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা; কিন্তু নেইমার, ভিনিসিয়ুসদের সঠিক প্রশিক্ষককেই খুঁজে পাচ্ছে না ব্রাজিল ফুটবল ফেডারেশন। তারা সেই প্রথম থেকেই লেগে আছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির পেছনে। তাকেই কোচ হিসেবে চাই ব্রাজিল ফুটবল কর্মকর্তাদের।
Advertisement
দরিভালকে বিদায় করার পর সৌদি ক্লাব আল হিলালের কোচ জর্জ হেসুসকে কোচ হিসেবে নিয়োগ দেয়াটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তাকেই বেছে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে জর্জ হেসুসকে ঠিক মনে ধরছে না দেশটির ফুটবল কর্মকর্তাদের। এ কারণে তারা আরেকটু সময়ক্ষেপন করতে চায়। কার্লো আনচেলত্তিকে আরেকটু বোঝাতে চায়।
এ কারণে ইএসপিএন জানিয়েছে, কার্লো আনচেলত্তির সঙ্গে আবারও আলোচনা শুরু করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ এর জুন পর্যন্ত। কিন্তু ২০২২ বিশ্বকাপের পর তিতে ব্রাজিল কোচের দায়িত্ব ছাড়লে তখন থেকে আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারের পর মাদ্রিদে আনেচলত্তির ভবিষ্যৎ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। আবার লা লিগায়ও খুব একটা ভালো অবস্থানে নেই রিয়াল। সব মিলিয়ে মাদ্রিদে তার ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে।
Advertisement
যদিও আনচেলত্তি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কোনো বিরোধ তৈরি হয়নি এবং চুক্তি সম্পন্ন করার ব্যাপারে তিনি আশাবাদী। তবে, আনচেলত্তির সামনে এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে শনিবারের কোপা ডেল রে ফাইনাল। যেখানে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) খুব নিবিড়ভাবে এই ম্যাচটি পর্যবেক্ষণ করছে। এখানে যদি বার্সার কাছে রিয়াল হেরে যায়, তাহলে এই মৌসুমটা পুরোপুরি শিরোপাশূন্য কাটাতে হবে তাদেরকে। সে ক্ষেত্রে রিয়ালে আনচেলত্তির অবস্থান আরও নড়বড়ে হয়ে যাবে। এ সুযোগটাই নিতে চায় ব্রাজিল।
আনচেলত্তিকে যখন তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ‘এটা নিয়ে এখন কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। আমরা এ নিয়ে মৌসুমের শেষে আলোচনা করবো।
তবে একটি সূত্র ইএসপিএনকে বলেছে, ‘এরই মধ্যে আনচেলত্তির প্রতিনিধি এবং সিবিএফের প্রতিনিধির মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে।’ একজন এজেন্ট এবং দুইজন ব্রাজিলিয়ান প্রতিনিধি এরই মধ্যে মাদ্রিদে এসে অবস্থান করছেন। তারা প্রতিদিনের রিপোর্ট পাঠাচ্ছে ব্রাজিলে। এরই মধ্যে তারা ব্রাজিলের কোচ হওয়া নিয়ে বৈঠক করেছে আনচেলত্তির ছেলে ডেভিড এবং তার প্রতিনিধিদের সঙ্গে।
Advertisement
তবে, এটা ঠিক আনচেলত্তির রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির একটা কিনারা না করা পর্যন্ত দুই পক্ষেরই কেউ সামনে আগাবে না বলে জানিয়ে দিয়েছে।
আইএইচএস/