কুষ্টিয়ার খোকসায় জমির পর্চা তোলার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ মেলায় সাব-রেজিস্ট্রার অফিসের এক দলিল লেখককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরের উপজেলা কম্পাউন্ডে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এ আদালত পরিচালনা করেন।
অভিযুক্ত দলিল লেখকের নাম শ্রী বাহুবল্লভ সরকার। তার লাইসেন্স নম্বর ২৫। তিনি উপজেলার মানিকাট গ্রামের বলরাম সরকারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষক নিত্য রঞ্জন পাল তার একটি জমি রেজিস্ট্রির জন্য আরএস পর্চার প্রয়োজন হয়। এজন্য দলিল লেখক শ্রী বাহুবল্লভব সরকার ওই কৃষকের থেকে ৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। বৃহস্পতিবার ভুক্তভোগী নিজে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে অভিযোগ করেন। একপর্যায়ে দলিল লেখককে ওই কর্মকর্তা তার দপ্তরে ডেকে নেন।
Advertisement
এরপর দলিল লেখক পর্চা তুলতে ৪৫০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
কৃষক নিত্য রঞ্জন পালের জামাতা বিকাশ বাছাড় জানান, তার শ্বশুর একটি মন্দির ও তার ছেলেকে ৯৯ শতাংশ জমি দান করেন। এই জমি রেজিস্ট্রির সময় আরএস পর্চা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সাব রেজিস্ট্রার ওই পর্চার একটি সার্টিফাই কপি আনতে বলেন। আর এখানেই ঘটে বিপত্তি।
কয়েক মাস পর বৃহস্পতিবার সকালে পর্চার সার্টিফাই কপি দিয়ে মন্দির ও ছেলের নামে দানের জমি রেজিস্ট্রির পর দলিল লেখক ওই জমি দাতার কাছে পর্চা বাবদ ৪৫০০ টাকা দাবি করেন।
দাবিকৃত টাকা পরিশোধের পর বিষয়টি উপজেলা সহকারী কমিশনারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন ভুক্তভোগী জমি দাতা। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দলিল লেখকে জরিমানা করেন।
Advertisement
আল-মামুন সাগর/জেডএইচ/এমএস