আন্তর্জাতিক

কাশ্মীরে নিহত দুজনের কফিনবন্দি মরদেহ এলো পশ্চিমবঙ্গে

কাশ্মীরে নিহত দুজনের কফিনবন্দি মরদেহ এলো পশ্চিমবঙ্গে

ভারতশাসিত কাশ্মীরের অনন্তনাগের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের তিন বাঙালি পর্যটকও ছিলেন। এদের মধ্যে কলকাতার দুজন এবং পুরুলিয়ার একজন। নিহতদের মধ্যে দুজনের কফিনবন্দি মরদেহ পশ্চিমবঙ্গে পৌঁছেছে।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) রাতে কলকাতার নেজাতি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কলকাতার টালিগঞ্জের পাটুলির বৈষ্ণবনগরের বাসিন্দা বিতান অধিকারী ও কলকাতার বেহালার সখের বাজারের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীর গুহের মরদেহ।

বুধবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি অ্যাম্বুলেন্সে পাটুলি ও সখের বাজারে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় বিতান অধিকারী ও সমীর গুহের কফিনবন্দি মরদেহ।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি তথা বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গাঙ্গুলী এবং বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল।

Advertisement

বিমানবন্দরেই বিতান অধিকারীর ছেলেকে কোলে তুলে নিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঠিক তখনই বিতানের স্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখেই অঝোরে কেঁদে ওঠে।

এরপর চোখের সামনে আঁততায়ীরা কীভাবে পহেলগামে গুলি করে হত্যা করছিল সেসব ঘটনার বিবরণ বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরেন। শুভেন্দু অধিকারীকে বিতানের স্ত্রী সোহিনীর চোখের পানি মুছিয়ে দিতে দেখা যায়।

আরও পড়ুন: কাশ্মীরে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬ কাশ্মীরে হামলা চালালো কারা?

সোহিনী অধিকারী বলেন, আপনারা আছেন বলেই এসেছি। আপনাদের ভরসা করি। আমার স্বামীর খুনিদের শাস্তি চাই। আমার সব শেষ হয়ে গেলো। ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে।

অপরদিকে কলকাতার বেহালার সখের বাজারের বাসিন্দা সমীর গুহর কফিনবন্দি মরদেহ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।

Advertisement

ডিডি/ টিটিএন