আগামী বছর (২০২৬) মার্চে দশম বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আজ (বুধবার) অনুষ্ঠিত বিওএ’র নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বিওএ সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দশম বাংলাদেশ গেমস আয়োজনের সময় নির্ধারণ ছাড়াও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের ক্রীড়া মান উন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের চাহিদাপূরণের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে সভায়। এ বছর জুনেই সেখানে প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সামনে আছে চারটি আন্তর্জাতিক গেমস। এর মধ্যে তিন ইসলামিক সলিডারিটি গেমস, এশিয়ান ইয়ুথ গেমস ও সাউথ এশিয়ান গেমসের ডিসিপ্লিন চূড়ান্ত করা হয়েছে। সে সাথে এই তিন গেমসের জন্য বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশনও চূড়ান্ত করা হয়েছে।
Advertisement
আরআই/আইএইচএস/