জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ

কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৩ এপ্রিল) দোহায় মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

Advertisement

সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে শিল্প-বাণিজ্য খাতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

কাতারের রাজধানী দোহাতে আর্থানা সামিটে যোগ দিতে চার দিনের সফরে ২১ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে কাতারে রওনা হন প্রধান উপদেষ্টা। কাতার পৌঁছানোর পরদিন মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি সম্মেলনে যোগদান করেন এবং একটি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন।

মূল সম্মেলনের সাইড লাইনে তিনি বিভিন্ন বা সরকারি বেসরকারি ও ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আজ ২৩ এপ্রিল রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগদান করেন।

Advertisement

এমআইএইচএস/এমএস