আইন-আদালত

স্ত্রী-সন্তানসহ সাবেক উপমন্ত্রী আরিফ খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

স্ত্রী-সন্তানসহ সাবেক উপমন্ত্রী আরিফ খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আরিফ খান জয়, তার স্ত্রী সোনিয়া আরিফ সোমা, দুই সন্তান খান জিনিদিন ইয়াজিদ জিদান ও উম্মে সাওদা খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আরিফ খান জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

গত ১৯ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

Advertisement

এমআইএন/এমকেআর/জিকেএস