ধর্ম

পীরের নামের সঙ্গে ‘আলাইহিস সালাম’ বলা যাবে?

পীরের নামের সঙ্গে ‘আলাইহিস সালাম’ বলা যাবে?

ইসলামি আইনবিশারদগণের অধিকাংশই নবিগণ ও ফেরেশতা ছাড়া অন্য ওলি, পীর বা বুজুর্গের নামের সঙ্গে ‘আলাইহিস সালাতু ওয়াসসালাম’ বলা বা লেখা নিষিদ্ধ বা অপছন্দনীয় মনে করেছেন। অনেকে ‘আলাইহিস সালাম’ তথা শুধু সালাম শব্দ ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তবে সতর্কতাস্বরূপ ‘আলাইহিস সালাম’ও বলা বা লেখা উচিত নয়।

Advertisement

কারণ সাহাবি ও তাবেঈদের যুগ থেকে সঠিক মত ও পথের অনুসারী আলেম ও সাধারণ মুসলমানরা ‘আলাইহিস সালাতু ওয়াসসালাম’ ও ‘আলাইহিস সালাম’ শুধু নবি ও ফেরেশতাদের ক্ষেত্রেই ব্যবহার করেছেন এবং এটা তাদের ক্ষেত্রে ব্যবহার করা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে। আর যে বিভ্রান্ত দলগুলো বিশেষ কিছু সাহাবিকে নবিদের সমপর্যায়ের বা অন্যান্য সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মর্যাদাবান হিসেবে প্রচার করার চেষ্টা করতো, তারা তাদের নামের সাথে (আ.) বা ‘আলাইহিস সালাম’ বলতো। অর্থাৎ কোনো সাহাবি, বুজুর্গ বা পীরের নামের সঙ্গে ‘আলাইহিস সালাতু ওয়াস সালাম’ বা ‘আলাইহিস সালাম’ বলা বিভ্রান্ত দলগুলোর বৈশিষ্ট্য যা আমাদের অনুসরণ করা উচিত নয়।

তাই কোনো বুজুর্গ বা পীরের নামের সঙ্গে (আ.) বা ‘আলাইহিস সালাতু ওয়াসসালাম’ নয় বরং মৃত হলে তাদের নামের সঙ্গে (রহ.) বা ‘রাহিমাহুল্লাহ’ অর্থাৎ তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং জীবিত হলে ‘হাফিজাহুল্লাহ’ অর্থাৎ আল্লাহ তাকে হেফাজত করুন অথবা ‘দামাত বারাকাতুহুম’ অর্থাৎ তার বরকত স্থায়ী হোক ইত্যাদি বলা বা লেখা যেতে পারে।

ওএফএফ/জেআইএম

Advertisement